‘বিগ বস’ সিজন ১১ জিততে না পারলেও দর্শকের মনে জায়গা করে নিয়েছেন প্রযোজক বিকাশ গুপ্ত। শো-র প্রথম দিন থেকেই সহ-প্রতিযোগী শিল্পা শিন্ডের সঙ্গে শত্রুতা, হিনা খান ও প্রিয়াঙ্ক শর্মার সঙ্গে বিবাদ শো'র টিআরপিকে তুঙ্গে তুলে রেখেছিল। শো'র ‘মাস্টারমাইন্ড’-এর তকমাও পেয়েছিলেন। তবে এই বিতর্কের জেরেই জনপ্রিয়তার শীর্ষস্থানে পৌঁছেছেন তিনি। সেই তালিকায় এবার যুক্ত হল সারা আলি খানের সঙ্গে ঘনিষ্ঠতার গুঞ্জন।
সম্প্রতি তাঁদের দু’জনের একটি ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। সাদা-কালো রংয়ের সুইম স্যুট পরে ছিলেন সারা। অন্য জিমের পোশাকে ছিলেন বিকাশ। পরস্পরের খুবই কাছাকাছি ছিলেন দু’জনে। এই বিষয়ে বহু জল্পনার পর অবশেষে একটি সাক্ষৎকারে বিকাশ জানিয়েছেন যে, তাঁরা দু’জন একে-অপরের বন্ধু। সম্প্রতি কাজের জন্য একই হোটেলে ছিলেন তারা। সেখানেই একটি ভক্ত তাদের এই ছবি তোলে। তবে ছবিতে তাঁদের দু’জনের অন্তরঙ্গতা যেন অন্য কিছুর ইঙ্গিত দিচ্ছে। যা সময়ই বলে দিবে। এবেলা।
বিডি প্রতিদিন/এ মজুমদার