৬০তম গ্র্যামি অ্যাওয়ার্ডসে রবিবার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। এবারের আসরে বাজিমাত করেছেন মার্কিন সঙ্গীততারকা ব্রুনো মার্স। বড় বড় পুরস্কার বাগিয়ে নিয়েছেন '২৪কে ম্যাজিক' অ্যালবামের জন্য।
এক নজরে বিজয়ীদের তালিকা:
রেকর্ড অব দ্য ইয়ার
'২৪কে ম্যাজিক'; ব্রুনো মার্স
অ্যালবাম অব দ্য ইয়ার
'২৪কে ম্যাজিক'; ব্রুনো মার্স
বছরের সেরা গান
দ্যাটস ওয়াট আই লাইক
সেরা নতুন শিল্পী
অ্যালিসিয়া কারা
সেরা পপ একক পারফর্মেন্স
'শেপ অব ইউ' ;এড শিরান
পপ সঙ্গীতে সেরা দ্বৈত/দলগত পারফর্মেন্স
'ফিল ইট স্টিল' ; পর্তুগালের দ্য ম্যান
সেরা রক পার
'ইউ ওয়ান্ট ইট ডার্কার' ; শিল্পী লিওনার্দ কোহেন
সেরা রক অ্যালবাম
'এ ডিপার আন্ডারস্ট্যান্ডিং' ; দ্যা ওয়ার অন ড্রাগস
সেরা র্যাপ পারফর্মেন্স
'হামবল' - কেনদ্রিক লামার
সেরা র্যাপ অ্যালবাম
'ড্যাম' - কেনদ্রিক লামার
সেরা কান্ট্রি সং
'ব্রোকেন হ্যালোস'
সেরা কান্ট্রি অ্যালবাম
'ফ্রম এ রুম: ভলিউডম ওয়ান' ; ক্রিস স্ট্যাপলেটন
সেরা র্যাপ/সাং পারফর্মেন্স
'লয়্যালটি' ; কেনদ্রিক লামার ফিচারিং রিহান্না
সেরা কমেডি অ্যালবাম
'দ্য এজ অব স্পিন এন্ড ডিপ ইন হার্ট অবটেক্সাস' ; ডেভ চ্যাপেল
(সিএনএন অবলম্বনে)
বিডি প্রতিদিন/২৯ জানুয়ারি, ২০১৮/ফারজানা