রণবীর-দীপিকার বিয়ে নিয়ে বলিউড টাউনে প্রায় নিত্যদিনই নানান কথা শোনা যায়। সম্প্রতি শোনা গেছে, জন্মদিনে রণবীরের সঙ্গে শ্রীলঙ্কায় ছুটি কাটাতে গিয়েই বাগদান পর্ব নাকি দীপিকা সেরেই ফেলেছেন। যদিও সে জল্পনায় পানি ঢেলে দিয়েছেন এই অভিনেত্রী। জানিয়ে দেন বাগদান এখনও হয়নি।
তবে বাগদান না হলেও বিয়ের কথাবার্তা যে এগিয়েছেন তা আন্দাজ করাই যায়। শোনা যায়, রণবীরের বাবা-মা নাকি দীপিকাকে সব্যসাচীর ডিজাইন করা শাড়ি ও হিরের গয়না উপহার দিয়েছে।
সে যাই হোক সম্প্রতি নেহা ধুপিয়ার চ্যাট শোতে এসে নিজের বিয়ে নিয়ে একটি বিষয় খোলসা করেন বলিউডের ডিম্পল গার্ল। আর সেটা হল বিয়েতে আমন্ত্রিতদের লিস্ট। দীপিকাকে নেহা প্রশ্ন করেন, বিয়েতে তিনি ক্যটরিনা কাইফকে আমন্ত্রণ জানাবেন কিনা? উত্তরে দীপিকা সাফ জানিয়ে দেন, 'না'।
প্রসঙ্গত, দিপ্পির সঙ্গে ক্যাটের সম্পর্ক যে মোটেও ভালো নয়, এই খবর বলিউডের প্রায় সবাই জানেন। শোনা যায় ক্যাটরিনা আসাতেই নাকি দীপিকা-রণবীর কাপুরের সম্পর্ক ভেঙেছিল। আর তারপর থেকেই দীপিকা-ক্যাটের সম্পর্কে চির ধরে। যদিও পরবর্তীকালে ক্যাটরিনার সঙ্গেও ব্রেকআপ হয়ে যায় রণবীর কাপুরের।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর