আলোচিত ছবি 'পদ্মাবত' ছবিতে রানী পদ্মাবতী, ঐতিহাসিক চরিত্র আলাউদ্দিন খিলজী ও রাজা রাওয়াল রতন সিংয়ের কাহিনী দেখানো হয়েছে। ছবিটি মুক্তি পেয়েছে গত ২৫ জানুয়ারি। ছবির 'গুমর' গানে রানী পদ্মাবতীয় নাচ দেখেছে সবাই। এবার 'কালিবালি' শিরোনামে একটি গানের ভিডিও ছাড়া হয়েছে। এতে নাচতে দেখা গেছে আলাউদ্দিন খিলজীকে। ছবিটি নির্মাণ করেছেন সঞ্জয় লীলা বানশালি।
ভিডিওতে দেখুন আলাউদ্দিন খিলজীর নাচ:
বিডি প্রতিদিন/২৯ জানুয়ারি, ২০১৮/ফারজানা