খুব বেশিদিন হয়নি বিয়ে হয়েছে ৷ বরের হাত ধরে হানিমুন থেকে ফিরেছেন ভারতে৷ বিমানবন্দরে সেই ছবি দেখেছেন সবাই৷ এমনকি হানিমুনের সময় স্বামীকে চুম্বনরত ছবি ফলাও করে ইনস্টাগ্রামে আপলোডও করেছেন রিয়া সেন৷ ৷
রিয়া সেনকে নিয়ে নতুন করে বলার কিছু নেই ৷ তিনি নিজেকে যে ধরে রাখবেন উষ্ণতাতে, তাতেও অবাক হওয়ার কিছু নেই ৷ তাই তো গত শনিবার নিজের বার্থডের দিন সোশ্যাল নেটওয়ার্কে আপলোড করে ফেললেন নিজের বিকিনি পরিহিত অবস্থায়।
আর ছবির নিচে লিখলেন, ‘আমার ফিটনেস ফান্ডা একমাত্র যোগাসন ! ’ বলাই বাহুল্য সেই ছবি ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। ইতোমধ্যেই ভাইরাল সেই ছবি।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর