প্রখ্যাত গীতিকার, চিত্রনাট্যকার ও চিত্রপরিচালক কাজী আজিজ আহমেদ আর নেই (ইন্নালিল্লাহি... রাজিউন)। বার্ধক্যজনিত কারণে আজ সকালে শেরপুরে বড় মেয়ে কাজী বন্যা আহমেদের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
কাজী আজিজের মেয়ের জামাতা এ কে এম শহীদুল আলম তিতু জানান, বেশ কিছুদিন আগে বড় মেয়ের শেরপুরের বাড়িতে বেড়াতে যান বর্ষিয়ান এই চলচ্চিত্র ব্যক্তিত্ব। সেখানে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন তিনি। তার মরদেহ ঢাকায় আনা হচ্ছে। ঢাকায় নামাজে জানাজা শেষে জুরাইনে পারিবারিক কবরস্থানে কাজী আজিজকে দাফন করা হবে।
'ওরা ১১ জন' ছবির চিত্রনাট্যকার ও 'চোখ যে মনের কথা বলে' খ্যাত এ গীতিকার দীর্ঘদিন ধরে রাজধানীর গেণ্ডারিয়ায় বসবাস করতেন। জীবদ্দশায় বহু চলচ্চিত্রের গল্প, চিত্রনাট্য ও গান রচনা করেছেন তিনি।
বিডি প্রতিদিন/এ মজুমদার