মুম্বাইয়ের এক ব্যবসায়ীর নামে সোমবার মামলা করেছেন বলিউডের খ্যাতনামা অভিনেত্রী জিনাত আমান। ৬৭ বছর বয়সী এ নায়িকার অভিযোগ, ওই ব্যক্তি তার পরিচিত। ২৫ জানুয়ারি থেকে সেই ব্যক্তি তাকে হোয়াটসঅ্যাপে আপত্তিকর ভিডিও ও ছবি পাঠাতে শুরু করে। নানা চাপে রেখে তার সঙ্গে যোগাযোগ করতে বাধ্য করতো।
মোহাম্মদ সরফরাজ এহসান ওরফে ওমর খান্না নামের ওই ব্যক্তি বয়সে জিনাতের অনেক ছোট। তার বয়স মাত্র ৩৮। তাকে এখনো গ্রেফতার সম্ভব হয়নি। তবে এ নিয়ে তদন্ত শুরু হয়েছে।
জিনাত আমান অভিযুক্ত ব্যক্তির সঙ্গে কথা না বললে অভিনেত্রীর ছেলের জীবননাশের হুমকিও দিয়েছিলেন। জিনাত আমানের বাড়ির সামনে একবার গণ্ডগোল পাকিয়েছিলেন ওই ব্যবসায়ী। বিষয়টি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় মুম্বাইয়ের জুহু থানায় মামলা করেন জিনাত আমান।
ব্যবসায়ীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ও তথ্য প্রযুক্তি আইনে মামলা করেছেন ৭০ ও ৮০ এর দশকের পর্দাকাঁপানো নায়িকা জিনাত আমান। বলিউড অভিনেত্রীদের হয়রানির শিকার হওয়া এটাই নতুন নয়। গত বছরের শেষ দিকে বিমানে হয়রানির শিকার হন 'দঙ্গল' খ্যাত অভিনেত্রী জায়রা ওয়াসিম। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় জায়রা ভিডিও পোস্ট করলে হইচই পড়ে যায়। সূত্র : টাইমস নাউ
বিডি প্রতিদিন/৩০ জানুয়ারি, ২০১৮/ফারজানা