ভারতীয় হিন্দি টিভি সিরিয়াল ‘কুমকুম ভাগ্য’-এর অভিনেত্রী শ্রদ্ধা আর্য ও তার ‘গার্লস গ্যাং’এর একটি তোয়ালে পরে নাচার ভিডিও ভাইরাল হয়েছে। কিন্তু, সেই নাচের সময় আচমকা যা হল, তা নিয়ে নেটিজেনদের মধ্যে জোর আলোচনা শুরু হয়েছে।
ভিডিওতে দেখা যাচ্ছে, একটি ঘরের মধ্যে ক্যামেরার সামনে ‘পিয়া পিয়া’ গানের সঙ্গে শ্রদ্ধা আর্য এবং তাঁর ‘গার্লস গ্যাং’ নাচছেন। স্বতঃস্ফূর্তভাবে এমন নাচ যখন এগিয়ে চলেছে তখন আচমকাই একজনের হাত গিয়ে পড়ে অন্যজনের চোখে। সঙ্গে সঙ্গে চিৎকার। আর সেই সময়ই বন্ধ হয়ে যায় ৩ কন্যার নাচ।
ভিডিও দেখতে ক্লিক করুন।
বিডি-প্রতিদিন/২২ মার্চ, ২০১৮/মাহবুব