‘ব্রহ্মাস্ত্র’ ছবির শুটিং করতে বুলগেরিয়ায় গিয়েছিলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। তবে সেখানে তার শুটিংটা মোটেও সুখকর হলো না। শুটিং চলাকালে কাঁধে গুরুতর চোট পেয়েছেন মহেশ ভাট কন্যা। তড়িঘড়ি তাকে বুলগেরিয়া থেকে মুম্বাইয়ে ফিরিয়ে আনা হয়েছে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আলিয়া ভাটের মা সোনি রাজদান। সাংবাদিকদের তিনি জানিয়েছেন, কাঁধের লিগামেন্ট ছিঁড়ে গেছে আলিয়ার। সেই কারণেই আপাতত বিশ্রামে থাকতে হবে তাকে। কমপক্ষে ১৫ দিন কিংবা এক মাসের আগে আলিয়া শুটিং শুরু করতে পারবেন না বলেই জানিয়েছেন চিকিৎসক। তবে শুধু কাঁধ নয়, উঁচু থেকে পড়ে থুতনিতেও চোট পেয়েছেন আলিয়া ভাট।
সূত্র: বলিউড লাইফ
বিডি-প্রতিদিন/২৩ মার্চ, ২০১৮/মাহবুব