এফডিসিতে আজ জাতীয় চলচ্চিত্র দিবস পালন করা হচ্ছে। যে কোনো দিবস সাধারণত একবারই উদ্বোধন করার নিয়ম। কিন্তু চলচ্চিত্র দিবসের ক্ষেত্রে তার ব্যতিক্রম ঘটেছে। দুই পক্ষের রেষারেষিতে আজ দিবসটি দুইবার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর নেতৃত্বে ফুলের শ্রদ্ধাঞ্জলি দেয় তথ্য মন্ত্রণালয়ের অধীনে এফডিসি কর্তৃপক্ষ। পরে তথ্যমন্ত্রী, তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম, এফডিসির এমডি মো. আমির হোসেন স্বাগত বক্তব্য দেন।
চলচ্চিত্র পরিবারের হয়ে সৈয়দ হাসান ইমাম বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের আরেকবার উদ্বোধন করেন। দুই পক্ষই দিবস উদ্বোধনের পর আলাদা আলাদা শোভাযাত্রা করেছেন।
বিডি প্রতিদিন/৩ এপ্রিল, ২০১৮/ফারজানা