বলিউড সুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন এপ্রিল মাসে প্রকাশিত ‘ভোগ ইন্ডিয়া’র প্রচ্ছদ হলেন। তার সঙ্গে রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রখ্যাত র্যাপার, সংগীতশিল্পী, গীতিকার ও প্রযোজক ফ্যারেল উইলিয়ামস। ‘ভোগ ইন্ডিয়া’র প্রচ্ছদসহ অন্য ছবিগুলোতে ফ্যারেল উইলিয়ামসের সঙ্গে অনেকটা ফ্লার্টি লুকে পোজ দিয়েছেন বলিউডের এই তারকা।
এ ব্যাপারে এক সাক্ষাৎকারে সাবেক এই বিশ্ব সুন্দরী জানান, এই ম্যাগাজিনের শুট করাটা তার কাছে খুবই কঠিন ছিল। কারণ, বাসায় মেয়েকে দেখাশোনা, আবার নতুন ছবির শুটিং। যদিও মেয়ের দেখাশোনার জন্য বাসায় একজন ন্যানি রয়েছেন।
এসময় ঐশ্বরিয়া দাবি করেন, তাকে নাকি মাঝেমধ্যেই শুনতে হয়, বাসায় তার অনেক কাজের লোক আছেন, যারা তাকে সাহায্য করেন। কিন্তু এ অভিনেত্রীর মতে, সেটা মোটেই সঠিক নয়।
এ প্রসঙ্গে তিনি বলেন, তিনি আসলে সব সময় ব্যস্ত থাকতে ভালোবাসেন। হোমমেকাররা যেভাবে কাজ করেন, সেটাকে তিনি সম্মান করেন।
বর্তমানে ‘ফ্যানি খান’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত আছেন ঐশ্বরিয়া।
বিডি প্রতিদিন/৫ এপ্রিল ২০১৮/ওয়াসিফ