আগামীকাল মুক্তি পেতে যাচ্ছে হালের সেনসেশন পরীমণি অভিনীত ছবি স্বপ্নজাল। তার বিপরীতে অভিনয় করেছেন নবাগত রোহান। গুণী নির্মাতা উদ্দিন সেলিমের দ্বিতীয় ছবি এটি। প্রায় ৯ বছর আগে মুক্তি পেয়েছিল তার ‘মনপুরা’। বেশ আলোচিত হয়েছিল ছবিটি।কেউ কেউ বলছেন, স্বপ্নজালও কি দর্শকদের মাঝে জাল বুনতে পারবে? চলচ্চিত্রবোদ্ধারাও ইতিমধ্যে অঙ্ক কষা শুরু করেছেন ছবিটি কতদূর যাবে?
সংখ্যাতত্ত্ব অনুযায়ী, স্বপ্নজাল বেশ সাড়া ফেলবে বলে মনে হয়। তাহলে অঙ্কটা একটু জেনে নেওয়া যাক: ছবিটি মুক্তি পাচ্ছে ৬ এপ্রিল, শুক্রবার। আর ৬ হলো প্রকৃতই শুক্রেরই সংখ্যা। এদিকে পরীর জন্মরাশি বৃশ্চিক। এ জাতিকার শুভ সংখ্যা ৫। সংখ্যাতত্ত্ব অনুযায়ী, ৬ এবং ৫ এর মিলন শুভ। এসব দিক থেকে ছবিটি বেশ ভালোভাবেই উতরে যাবে বলে মনে হচ্ছে। বাকিটা হয়তো দর্শকই বিচার করবে।
অন্যদিকে, স্বপ্নজাল হতে যাচ্ছে পরীর ১৬তম ছবি। অর্থাৎ ১+৬=৭। এখানেও পরীর বৃহস্পতি তুঙ্গে (সংখ্যাতত্ত্ব অনুযায়ী)। এদিকে গত মঙ্গলবার রাতে ‘এমন করে বলছি’ শিরোনামে ছবিটির একটি গান ইউটিউবে প্রকাশিত হয়েছে। গত ৩৬ ঘণ্টায় বেশ সাড়া ফেলেছে গানটি। বিশেষ করে পরীমণির ভিন্ন লুক সবার প্রশংসা কুড়াচ্ছে। গানে তার পরিধেয় সাদামাটা সালোয়ার-কামিজ আর খোলা চুলের রসায়ন নজর কেড়েছে সবার। মেকআপহীন এ শুভ্রতার ছোঁয়া দেখা গেছে পরীর মাঝে। তাই তো কেউ কেউ বলছেন এবার সত্যি সত্যি পাকাপোক্তভাবে ডানা মেলবেন পরী।
বিডি-প্রতিদিন/০৫ এপ্রিল, ২০১৮/মাহবুব