২০ বছর আগের কৃষ্ণসার হরিণ হত্যা মামলার রায় যাই হোক না কেন আমার ভালোবাসা সব সময় সালমান খানের সঙ্গে রয়েছে বলে জানিয়েছেন বলিউড অভিনেত্রী রানি মুখার্জি।
বৃহস্পতিবার কৃষ্ণসার হরিণ শিকার মামলায় আদালত সালমান খানকে দোষী সাব্যস্ত করার আগে তিনি একথা বলেন। খবর জি নিউজের।
এদিকে, যোধপুরের আদালত সালমান খানকে দোষী সাব্যস্ত করে ৫ বছর জেল দিয়েছেন। তবে এই মামলার অন্য আসামি সাইফ আলি খান, টাবু, নীলম এবং সোনালি বেন্দ্রেকে বেকসুর ঘোষণা করেছেন আদালত।
বিডি-প্রতিদিন/০৫ এপ্রিল, ২০১৮/মাহবুব