কারওয়ান বাজারে সার্ক ফোয়ারার কাছে দুই বাসের চাপায় হাত হারানো কলেজ ছাত্র রাজীব হোসেন হাসপাতালে। তার চিকিৎসার জন্য লড়ছে তার পরিবার।
টগবগে তরুণ রাজীব সেই লড়াইয়ের কথা বলতে আজ রাত ১১ টায় ক্যাপিটাল এফএম ৯৪.৮ এর আয়োজন 'ভালোবাসা উইথ গুরু এহতেশাম' এ থাকবে তার পরিবারের সদস্যরা।
রাজীবের এই লড়াইয়ে তাকে সাহস দিতে টিউন করুন ক্যাপিটাল এফএম ৯৪.৮। অনুষ্ঠানে এসএমএস ও লাইভ ফোনকলের মাধ্যমে সংযুক্ত থাকতে পারেন।
SMS করার নিয়ম CFM _ NAME _ LOCATION _ SONG NAME পাঠাতে হবে 6969 নাম্বারে আর লাইভ ফোন কলের জন্য নাম্বার – ০২৫৫০৩৬৬৫৯।
শুনতে টিউন করুন ক্যাপিটাল এফ এম ৯৪.৮। ফেসবুক লাইভের জন্য চোখ রাখুন ক্যাপিটাল এফ এম অফিসিয়াল পেজ www.facebook.com/capitalfm94.8 এ।
দেশের অনান্য অঞ্চল ও প্রবাসে থেকেও শুনতে চাইলে লগ ইন করুন www.radiocapital.fm।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন