পহেলা বৈশাখ উপলক্ষে আসছে নন্দিত গীতিকার ও লেখক অনুরূপ আইচের কথায় খন্দকার বাপ্পির কন্ঠে বৈশাখী আয়োজন 'তাকডুমাদুম তাক'। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন আমিত কর। গানটির কাজ গত বছর শুরু হলেও এ বছর রিলিজ করা হচ্ছে সিডি ভিশনের ব্যানারে।
এই গান নিয়ে দারুন আশাবাদী আনুরূপ আইচ। তিনি বলেন, এই গান অবশ্যই নন্দিত হবে। বাপ্পি ভালো গেয়েছেন। অমিত কর বেশ যত্ন করে এই গান বানিয়েছেন এক বছর ধরে। বিটিভি’র পরিবর্তন অনুষ্ঠানে পহেলা বৈশাখ নিয়ে আমার এই গান প্রচার হবে।
এই গান শুনে আনজাম মাসুদসহ বিটিভি’র অনেকেই মন্তব্য করেছেন ‘একটি রিমার্কেবল গান হয়ে থাকবে তাকডুমাদুম তাক’। এছাড়া আরো কিছু বেসরকারি চ্যানেলে এই গান প্রচার হবে নববর্ষে। অন্যদিকে খন্দকার বাপ্পি এ গান প্রসঙ্গে বলেন, গানটি নিয়ে আমরা অনেক পরিশ্রম করেছি। দীর্ঘ এক বছরের সময় নিয়ে কাজ করেছি যেন গানটি ভাল হয়। আশা করবো, শ্রোতারা নিরাশ হবে না।
খুব শীঘ্রই গানটি দুই ধাপে রিলিজ করা হবে। প্রথমে লিরিকাল ভিভিও ও পরবর্তীতে মিউজিক ভিডিও এর মাধ্যমে প্রকাশ হবে " সিডি ভিসনের" ইউটিউব চ্যানেল থেকে। উল্লেখ্য ফেব্রুয়ারি মাসে অনুরূপ আইচ এর লেখায় খন্দকার বাপ্পির "ভাষা তোমার জন্য" গানটি শ্রোতা ও বোদ্বা মহলে ব্যাপক প্রশংসিত হয়।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর