বিশ্বাস করে বন্ধুর রাখতে দেওয়া, গাড়িটি বেমালুম নিজের বলে চালিয়ে দিলেন নায়িকা। এমন কথাই বলছেন রাজস্থানের এক ব্যবসায়ী দিলীপ কুমার। সম্প্রতি এমন দাবিতে তিনি বলিউড অভিনেত্রী কিম শর্মার বিরুদ্ধে খার পুলিশ স্টেশনে এফআইআর দায়ের করেছেন। অভিযোগ তার বহুমূল্য রেঞ্জ রোভার এসইউভি বেআইনিভাবে দখল করেছেন কিম।
সেই ব্যবসায়ী জানান, “মুম্বাইতে আমার কোনও বাড়ি নেই। অথচ প্রায়ই কাজের জন্য রাজস্থান থেকে মুম্বাই আসতে হত আমাকে। তাই আমার গাড়িটি কিম ও তার সাবেক স্বামী আলির বাড়িতে রাখি। কিন্তু গত বছর ধরে দেখছি, কিম আমার সম্মতি ছাড়াই ইচ্ছেমত আমার গাড়িটি ব্যবহার করছেন। তাই রেঞ্জ রোভার ফেরত চাইতে যাই। তখন কিম দাবি করেন গাড়িটি তার। এটি তার স্বামী উপহার দিয়েছে”।
তবে এখানেই শেষ নয়। দিলীপ আরও বলেন, গত বছর সেপ্টেম্বরে আমি খার পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করি। কিন্তু পুলিশ তার গাড়ি উদ্ধারে কোনও পদক্ষেপ করেনি। বরং অভিযোগ পত্রে কিম শর্মার নাম রাখেনি পুলিশ। উল্টে তার এক সময়ের স্বামী আলি পাঞ্জানির নাম ঢুকিয়ে দিয়েছে তারা। মারাঠি পড়তে না পারায় আসল রিপোর্টে যে ভুল ছিল তা বুঝে উঠতে পারেননি তিনি। তাই পুনরায় নতুন অভিযোগ দায়ের করেছেন দিলীপ কুমার।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর