বলিউড পাড়া এখন মশগুল তাদের বিয়ের খবরে। রণবীর সিং ও দীপির বিয়ের তারিখ, তাদের ম্যারেজ ভেনু, বিয়ের শপিং, এই সব কিছুই এখন আলোচনার তুঙ্গে। এসব নিয়ে যখন চারিদিকে নানা রকম খোস গল্প চলছে, ঠিক তখন দীপিকার কথায় মন ভাঙল সিনেমাপ্রেমীদের।
প্রিয় নায়িকার বিয়ের খবরে তারা যেমন খুশি, তার থেকে বেশি কষ্ঠ পেলেন, যখন শুনলেন বিয়ের পর অভিনয় ছেড়ে দেবেন অভিনেত্রী। স্বামী, সংসার আর বাচ্চাদের নিয়ে কাটাবেন সময়। সম্প্রতি এক সাক্ষাৎকারে দীপিকাকে প্রশ্ন করা হয়েছিল বিয়ের পর তিনি কী করবেন? সেই প্রশ্নের উত্তরেই মিলেছে এই উত্তর।
শোনা যাচ্ছে, চলতি বছর সেপ্টেম্বর না হলে ডিসেম্বরে হতে চলেছে দীপিকা-রণবীরের বিয়ে। রণ-দীপির বাবা-মা একসঙ্গে বসে সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে চারটে তারিখ বেছে নিয়েছেন। তবে কোন দিনে চারহাত এক হবে তা এখনও ফাইনাল হয়নি। আর তাই বছর শেষে কোনও ছবির কাজও হাতে রাখছেন না দীপিকা-রণবীর।
প্রসঙ্গত, বিয়ের তারিখের মতই এখন ফাইনাল হয়নি বিয়ের ভেনু। তাই এখনও জানা যায়নি দেশ বা বিদেশে সাজতে চলেছে রণ-দীপির ছাদনাতলা। তবে সূত্রের খবর, বিয়ে হবে অত্যন্ত গোপনে। আর সম্পূর্ণ হিন্দু সংষ্কৃতি মেনে। বিয়েতে ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ও পরিবারের লোকজন ছাড়া আর কেউ থাকবেন না। তারপর রিসেপশন হবে কিনা সে ব্যাপারে রণবীর, দীপিকা কেউ এখনও সিদ্ধান্ত নেননি।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর