সুনীল গ্রোভারের ভক্তদের জন্য সুখবর৷ খুব জলদি তিনি ফিরছেন সকলকে হাসাতে, তবে একদম নতুনভাবে নতুন প্লাটফর্মে৷
অনেকেই হয়তো ভাবতে পারেন কপিলের মতো সুনীলও কোন একটি টিভি চ্যানেলে নিজস্ব শো নিয়ে আসছেন৷ কিন্তু বিষয়টি সম্পূর্ণ ভুল৷ আসলে জিও টিভি অ্যাপে আসছে সুনীল গ্রোভারের একটি কমেডি সিরিজ, যার নাম ‘ধন ধনা ধন’৷
মূলত, আইপিএল নিয়েই একটি কমেডি টাইপের শো হচ্ছে এটি৷ থাকবেন আইপিএলের বিভিন্ন টিমের তারকা খেলোয়াড়রা৷ নতুন এই কমেডি সিরিজে সুনীলের সঙ্গী থাকবেন আলি আসগর, সুগন্ধা মিশ্র, এবং শিল্পা সিন্ধে৷
সম্প্রতি এই শো'র সেট থেকে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় আপলোড করলেন সুগন্ধা এবং শিল্পা৷ দুটি ছবিতে দেখা যাচ্ছে একেবারে অন্যরকম লুকে সুগন্ধা এবং সুনীল৷ দুটি ছবিতেই কমন ফ্যাক্টর হলেন শিল্পা৷
ইনস্টাতে এই সুন্দরী ছবি আপলোড করে লিখেছেন,”সত্যিকারের জীবনে কোন রিপ্লে নেই, এখানে কোন থার্ড আম্পায়ার নেই, এখানে কোন সেকেন্ড ইনিংস নেই৷ ফলে নিজে খুশী থাকো এবং অপরকে খুশী রাখো৷ আশা করব আমাদের এই ছোট্ট প্রচেষ্টা আপনার মুখে হাসি আনবে৷ সুনীল গ্রোভারের সঙ্গে কাজ করে খুব ভালো লাগল৷”
খুব শিগগিরি শুরু হবে নতুন সিরিজ৷ সূত্রের খবর, এই শো'র প্রথম গেস্ট নাকি মহেন্দ্র সিং ধোনি এবং হরভজন সিং৷
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর