'মনপুরা' খ্যাত পরিচালক গিয়াসউদ্দিন সেলিমের নতুন চলচ্চিত্র 'স্বপ্নজাল' আজ শুক্রবার সারাদেশে মুক্তি পাচ্ছে। এর আগে বৃহস্পতিবার রাতে রাজধানীর স্টার সিনেপ্লেক্সে সিনেমাটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়েছে। এতে কুশীলব, সাংবাদিক ও অতিথিরা উপস্থিত ছিলেন।
ছবি শেষে পুরো থিয়েটার করতালিতে ভরে যায়। এমন সময় হঠাৎ ছবির অভিনেত্রী পরীমণির কান্না শুনতে পাওয়া যায়। সিনেমা শেষে তার হৃদয় এতোটাই আবেগে ছুঁয়ে যায় যে দীর্ঘ সময় ধরে সহ-অভিনেতা ইয়াশ রোহানকে জড়িয়ে ধরে কাঁদতে থাকেন।
এ বিষয়ে বাংলাদেশ প্রতিদিনকে পরীমণি বলেন, প্রিমিয়ার শোতে মনে হচ্ছিল-পর্দার সামনে নয়, পর্দার ভেতরে আমি ঢুকে গেছি। সেই শুভ্রা চরিত্র আমাকে তখনও নাড়া দিচ্ছিল। পর্দার অপুকে দেখে শুভ্রার মাঝে যে আকুলতা সৃষ্টি হয় তা থেকেই রোহানের প্রতি আমার এ জড়িয়ে ধরা। সত্যি সত্যিই মনে হচ্ছিল পাশে যেন অপু বসে আছে। তাই জড়িয়ে ধরে শুভ্রার কান্নাকে পরীর মাধ্যমে ঝরিয়েছি।
প্রিমিয়ারে পরীমণির অভিনয় দারুণভাবে প্রশংসিত হয়েছে। এছাড়া ছবির সকল অভিনেতা-অভিনেত্রীই দুর্দান্ত অভিনয়ের জন্য প্রশংসা কুড়িয়েছেন। পরীমণির 'এই অভিনয়' প্রত্যাশা অনেক বাড়িয়ে দিয়েছে বলেও অনেকে মন্তব্য করেন।
নির্মাতা আবু শাহেদ ইমন এই কান্না নিয়ে নিজের ফেসবুক পেইজে লিখেছেন, 'আজকে স্বপ্নজাল ছবির প্রিমিয়ার শেষ হবার পর ইয়াশ রোহানকে জড়িয়ে ধরে পরীমণি অনেকক্ষণ কাঁদছিলেন। স্বপ্নজালে অপুকে জড়িয়ে শুভ্রার কান্নার এই রকম একটি মুহূর্তের জন্য দর্শক হিসেবে আপনি হয়ত হাহাকার করবেন!
তিনি আরও লিখেছেন, সিনেমায় সেটা হয়েছে কি হয়নি কিংবা... হলে কি হতো, সেটা জানতে আজ থেকে দলে বলে সবাই হলে যান! শো শেষ হবার পর সিনেমার চরিত্ররা বাস্তব জীবনে এক অদ্ভুত মূহুর্তে এসে দাঁড়িয়েছিল। এই রকম অসংখ্য টুকরো টুকরো স্বপ্নের সুন্দর বুননে সুনির্মিত হয়েছে স্বপ্নজাল।
স্বপ্নজাল সিনেমায় দেখা যাবে, কঠোর বাস্তবতায় বিচ্ছিন্ন হয়ে পড়ে অপু ও শুভ্রা। ছবিতে শুভ্রার চরিত্রে আছেন পরীমণি, আর অপু চরিত্রে ইয়াশ রোহান। কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম নিজেই। এ ছবিতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুল আলম সাচ্চু, শিল্পী সরকার অপু, ফারহানা মিঠু, ইরেশ যাকের, মুনিয়া, শাহেদ আলীসহ আরও অনেকে।
বিডি প্রতিদিন/০৬ এপ্রিল ২০১৮/এনায়েত করিম