এই সময়ের জনপ্রিয় কন্ঠশিল্পী মিলন হাজির হচ্ছেন নতুন একটি সিঙ্গেল ট্র্যাক নিয়ে। 'তুমি শুধু আমার' শীর্ষক এই গানটি রোববার মুক্তি পাচ্ছে লায়নিক মাল্টিমিডিয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।
গানের কথা লিখেছেন সজিব শাহরিয়ার। মিলনের সুরে গানটির মিউজিক কম্পোজ করেছেন এমএমপি রনি। রোমান্টিক ঘরানার মেলোডি এই গানটি ব্যবহৃত হয়েছে 'ভালো আছি ভালো থেকো' শীর্ষক একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে।
মোহন আহমেদের পরিচালনায় এতে অভিনয় করেছেন নিলয় ও শেহতাজ।
নতুন গান প্রসঙ্গে মিলন বলেন, 'এই গানটিতে শ্রোতারা অন্যরকম একটা স্বাদ পাবেন। আমার ট্রেণ্ডের ভেতরে থেকে ভিন্ন মেজাজ আনার চেষ্টা করেছি এই গানে।' আসছে ঈদে একাধিক ব্যানারে মিলনের বেশ ক'টি গান রিলিজ হওয়ার কথা রয়েছে।
বিডি-প্রতিদিন/ ই-জাহান