বিয়ের পর প্রথম জন্মদিনটা মন্দ কাটছেন রাজ-ঘরণীর। জন্মদিনের দুদিন রাজের ফ্ল্যাট আরবানাতে বন্ধু-বান্ধব নিয়ে হয়েছে শুভশ্রীর জন্মদিনের সেলিব্রেশন। কেক কাটা থেকে শুরু করে সব রকম উদযাপন হয়েছে। তবে আপাতত শুভশ্রী তার জন্মদিনের সেলিব্রেশনে বিদেশে ছুটি কাটাতে গিয়েছেন। সেখানেও সেলিব্রেশনটা মন্দ হলো না।
গত ৩ নভেম্বর ২৯ বছরে পা দিয়েছেন রাজ-ঘরণী। আর শুভশ্রীর এই জন্মদিনের দ্বিতীয় দফার সেলিব্রেশন হচ্ছে ব্যাংকক, অন্তত সোশ্যাল মিডিয়া তাই বলছে। সেখানে রাজ ছাড়াও ঘনিষ্ঠ কিছু বন্ধু-বান্ধবরাও তাদের সঙ্গে গিয়েছেন। সারাদিন ঘোরাফেরা, সেলফি আর খাওয়া-দাওয়ার পর জন্মদিনের রাতটা শুভশ্রীর জন্য ছিল এক্কেবারে রঙিন। মার্কিন মুলুকের এক নাইট ক্লাবে জমিয়ে নাচলেন শুভশ্রী। গোটা নাইট ক্লাব তখন পার্টিতে মেতে রয়েছে।
হোটেলের ব্যালকনি থেকে শুভশ্রীর সঙ্গে বিশেষ ভিডিও তুললেন রাজ। সাদা শর্ট খোলামেলা পোশাকে এদিন বেশ গর্জিয়াস দেখাচ্ছিল শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। বিয়ের পর এটাই শুভশ্রীর প্রথম জন্মদিন, তাই এই জন্মদিন তার কাছে 'স্পেশাল' বৈকি।
বিডি প্রতিদিন/০৪ নভেম্বর ২০১৮/আরাফাত