একেবারে দুষ্টু ভাইয়ের বড় বোন আর কি! আর সেই ভাইয়ের ছেঁড়া জিনস্-এর প্যান্ট সেলাই করে দিলেন বোন। নিজের হাতে সেলাই করার সেই দৃশ্য ইতিমধ্যেই ভাইরাল। তবে ছেঁড়া বলাটা বোধহয় একটু বাড়া-বাড়ি হবে। তার থেকে বলা ভালো ফ্যাশন দুনিয়ার কাছে যা ‘ট্রেন্ডি টর্ন জিনস্’ নামেই পরিচিত।
সোমবার একটি অনুষ্ঠানে সেই টর্ন জিনস্ প্যান্টই পরেছিলেন বাংলা ছবির সুপারস্টার দীপক অধিকারী (দেব)। সেটা পড়ে সঙ্গীত শিল্পী উষা উত্থুপের সামনে ঘোরাঘুরি করছিলেন তিনি। আর তা চোখে পড়তেই সকলের সামনেই নিজের ব্যাগ থেকে সুঁচ বের করেন উষা উত্থুপ। দেবকে বলেন চেয়ারের ওপর পা রাখতে, এরপর সুঁচ-সুতা দিয়ে দেবের হাঁটুর কাছে ছেঁড়া অংশটি সেলাই করা শুরু করেন ঊষা উত্থুপ। দেবও বাধ্য ভাইয়ের মতো বোনের আদেশ মতো কাজ করে গেলেন। ওই ঘটনার পরই দেবও জানিয়ে দেন আর যাই হোক ঊষা দি’র কাছে ভুল করেও আর টর্ন জিনস্ পরবেন না তিনি।
পরে দেব নিজের ফেসবুকে ওই ঘটনার ভিডিওটি শেয়ার করে দেন। সেখানে লেখেন ‘গত রাতে এই ঘটনাটি ঘটেছে..একটা অনুষ্ঠানে গিয়েছিলাম এবং কিংবদন্তী সঙ্গীত শিল্পী উষা দি’র সাথে দেখা হয় এবং আমার ছেঁড়া জিনস প্যান্ট দেখে তিনি যেটা করেছেন..কথা দিচ্ছি, এরপর ঊষা উত্থুপের সামনে আর টর্ন জিনস্ পরবো না..অনেক ভালোবাসা।’
বিডি প্রতিদিন/হিমেল