চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে প্রাপ্ত দুঃস্থ ও অসহায় নারীদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার দুুপুরে উপজেলা জেলা প্রশাসন ও সমাজসেবা দফতরের উদ্যোগে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আলগীর হোসেন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য মো. আব্দুল ওদুদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখলেশুর রহমান, ভাইস চেয়ারম্যান মাওলানা মো. সোহরাব আলী, জেলা সমাজসেবা অধিদফতরের সহকারি পরিচালক মো. সিরাজুম মনির আফতাবিসহ অন্যরা।
১৫০ জন দুঃস্থ ও অসহায় নারীদের মাঝে ৩ লাখ টাকার চেক প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/ফারজানা