অস্কারজয়ী সঙ্গীতশিল্পী এ আর রহমান বলেছেন, মৃত্যু চিরস্থায়ী। যেহেতু সবকিছুরই মেয়াদউত্তীর্ণ তারিখ আছে, তাই ভয় পাওয়ার কিছু নেই।
তিনি আরও বলেন, ২৫ বছর বয়স পর্যন্ত প্রায়ই আমি আত্মহত্যার কথা চিন্তা করতাম। আমাদের সবাই ভাবি, আমরা যথেষ্ঠ ভালো না, কিছু পারি না। আমি বাবাকে হারিয়েছিলাম, তাই এ ধরনের চিন্তা প্রায় মাথায় আসতো। এরকম আরও অনেক কিছু ঘটেছিল আমার জীবনে যা আমাকে ভয়হীন করে তুলেছে।
১৯৯২ সালে মনি রত্নমের 'রোজা' ছবির জন্য কাজ করার আগে পরিবারসহ সুফি ইসলাম ধর্ম গ্রহণ করেন এ আর রহমান। তিনি বলেন, আমি আমার মূল নাম 'দীলিপ কুমার' পছন্দ করতাম না। আমি জানিও না কেন আমি নামটি ঘৃণা করতাম। মনে হত এটা আমার ব্যক্তিত্বের সঙ্গে যেত না। আমি অন্য আরেকটি মানুষ হতে চেয়েছিলাম। আমার মনে হয়েছে ইসলাম আমার সবকিছুতে পরিবর্তন নিয়ে আসবে। আর আমি অতীতের স্মৃতি থেকেও মুক্তি পেতে চেয়েছিলাম।
সূত্র: দ্য নিউজ
বিডি প্রতিদিন/ফারজানা