শামীম আহমেদ রনির 'শাহেনশাহ' ছবির মাধ্যমে ঢালিউডে নাম লিখিয়েছেন নবাগত রোদেলা জান্নাত। প্রথম ছবিতেই কাজ করছেন ফিল্মপাড়ার শীর্ষ নায়ক শাকিব খানের বিপরীতে। ইতিমধ্যে ক্যামেরা অন হয়েছে ছবিটির। এ ছবির শ্যুটিং অভিজ্ঞতা ও অন্যান্য প্রসঙ্গে কথা বলেছেন বাংলাদেশ প্রতিদিনের সাথে।
কেমন আছেন?
ভালো, বেশ ভালো...
ফিল্মপাড়ায় যোগ দেয়ার পর নিজের মাঝে কোনো পরিবর্তন...
যে পরিবর্তনটা অনুভব করছি তা ইতিবাচক। বিষয়টা তাহলে পরিষ্কার করেই বলি। আগে পড়াশুনা নিয়ে অনেক সিরিয়াস ছিলাম, এখনো আছি। আর চলচ্চিত্র অঙ্গনটা আমার জন্য একেবারেই নতুন। তাই পুরো মনোযোগ এখন এদিকেই দিচ্ছি। সাধারণ মানুষের কাছে আমি একদম অন্যরকম হয়ে গেছি- এটা অনুভব করার সুযোগ এখনো পাইনি। হয়তো ভবিষ্যতে পাব। আপাতত বন্ধু-আত্মীয় স্বজনরা অভিনন্দন জানাচ্ছেন। আশেপাশের মানুষ খুব উৎসাহ দিচ্ছেন যেন কাজটা ভালো হয়। যাই করি... একটা ছবি কিংবা দু'টো- যেন কাজটা ঠিকঠাক করতে পারি।
একটা-দু'টো কেন, দীর্ঘ ইনিংস খেলতে চান না...
সত্যি বলতে কী, কাজ শেষের আগে সেই আত্মবিশ্বাসটা পাই না। আগে আমি বুঝতে চাই ওখানে কতটুকু দিতে পারব। আর আমার কাজটা কেমন হচ্ছে। প্রথমে নিজের কাছে কাজটা ভালো লাগতে হবে। ওটা না দেখা পর্যন্ত কোনো সিদ্ধান্ত নিতে পারি না। 'দীর্ঘ পরিকল্পনা হাতে নিলাম অথচ জানি-ই না এখানে আমার অবস্থানটা কোথায়'- এ বিষয়টা এক ধরনের বোকামি মনে হয় আমার কাছে।
পর্দায় শাকিব আর এখন সহশিল্পী শাকিব, পার্থক্য কোথায়?
আগে পর্দায় যে শাকিব খানকে দেখেছি, তিনি আমার পছন্দের হিরো ছিলেন। এখন যাকে দেখি তাকে আমি অনেক সম্মান করি। তিনি আমার জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত নিতে সহায়তা করেছেন। আমাকে চলচ্চিত্রে নিয়ে এসেছেন। বিষয়টা উপভোগ করছি। সবচেয়ে বড় কথা, আমার জীবনে ইতিবাচক কিছু যোগ হয়েছে তার জন্য। শামীম আহমেদ রনি'র 'শাহেনশাহ' ছবিতে কাজ করতে গিয়ে শিল্পী হিসেবে তার সাহায্য পাচ্ছি। পর্দায় আমার কতটুকু এক্সপ্রেশন থাকা উচিত, কী উচিত না - এ বিষয়ে স্পটেই সাহায্য করছেন অনেক। মেকআপ-কস্টিউমসহ সবকিছুতে তার সু-পরামর্শই পাচ্ছি। আলহামদুলিল্লাহ শাকিব খানের মতো সহশিল্পীকে পাশে পেয়েছি।
'শাহেনশাহ'র শ্যুটিংয়ের কী খবর?
১৬টি দৃশ্যের শ্যুটিং হয়েছে। এর মধ্যে আমারই অনেকগুলো হয়ে গেল। সব আর্টিস্টের কাজ শুরু হয়ে গেছে। এরইমধ্যে থাইল্যান্ডে শাকিব-নুসরাত ফারিয়ার একটি গানেরও শ্যুটিং হয়েছে।
এখনই নতুন ছবির প্রস্তাব আসলে কি করবেন?
এ ছবির শ্যুটিং শেষে ডাবিংয়ের সময় আসলে বুঝতে পারবো নতুন ছবির প্রস্তাব হাতে নিতে কত সময় পর্যন্ত অপেক্ষা করবো।
অন্য হিরোর সঙ্গে কাজ করার ইচ্ছে আছে?
শাকিব খান ছাড়াও ফিল্মপাড়ায় অনেক নায়ক আছে। সবাই নিজের জায়গায় যোগ্য বলেই একটা অবস্থান তৈরি করতে পেরেছেন। কিন্তু আমি এখনো জানি না... ভাগ্যে থাকলে হয়তো হবে।
রোদেলা জান্নাত কী আসল নাম?
হা. হা.. হা...আমার আসল নাম জান্নাতুল ফেরদৌস রোদেলা। মহরতের সময় রোদেলা জান্নাত বলা হয়েছিল। এরপর থেকেই সবাই এ নামে ডাকছে।
শ্যুটিং সেটে নাকি মা'কেও সঙ্গে নিচ্ছেন, কেন?
চলচ্চিত্রে আমি একেবারেই নতুন। শ্যুটিং ইউনিটের সাথে আমি এখনো অভ্যস্ত না। একজন মেয়ে হিসেবে আরেকজন মেয়ের দরকার হয়ে যায়। কস্টিউমসহ অনেক কিছুতে প্রয়োজনের জন্যই আম্মুকে সেটে নেয়া।
ছোট পর্দায় ও মডেলিংয়ে আগ্রহী?
আপাতত না। বাকিটা হয়তো সময় হলেই দেখা যাবে।
বিডি-প্রতিদিন/১০ নভেম্বর, ২০১৮/মাহবুব