Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ১৩ নভেম্বর, ২০১৮ ০৮:৫৪

কঙ্গনার সঙ্গে কার তুলনা করলেন নিক?

অনলাইন ডেস্ক

কঙ্গনার সঙ্গে কার তুলনা করলেন নিক?

কঙ্গনা রানাওয়াতের মনিকর্নিকার শুটিং শেষ হয়ে গেছে। ছবির ট্রেলারেই দেখা গেছে কঙ্গনা রীতিমতো শারীরিক কসরৎ করেছেন চরিত্রটিকে ফুটিয়ে তোলার জন্য। ঘোড়ায় চড়া থেকে শুরু করে, তলোয়ার চালানো সবকিছুতেই তাকে খুব বিশ্বাসযোগ্য লেগেছে। ছবির স্টান্ট ডিরেক্টর নিক পওয়েল মন্তব্য করলেন কঙ্গনার ব্যাপারে। কঙ্গনাকে তুলনা করলেন এক হলিউড স্টারের সঙ্গে।

ভারতীয় এক সংবাদমাধ্যমে নিক বললেন, "কঙ্গনা প্রতিটা স্টান্ট নিজে করেছে। ও দিনে আট ঘণ্টা তলোয়ার চালানো অভ্যাস করত। এমনভাবে তৈরি হয়েছিল যাতে মনে হয় ও ছোটোবেলা থেকেই যুদ্ধবিদ্যা শিখছে।"

তিনি আরও বলেন, "আমি রাসেল ক্রো, টম ক্রুজ়, ব্র্যাড পিটের মত স্টারের সঙ্গে কাজ করেছি। তবে কঙ্গনার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা অভিনব। মাঝে মাঝে এমন হয়েছে যে ও টম ক্রুজ়ের থেকেও সহজ আর সাবলীলভাবে কোনও স্টান্ট করেছে।"

ছবির পরিচালক কৃষ পরিচালনার দায়িত্ব ছেড়ে দেওয়ার পর কঙ্গনা নিজের হাতে সমস্ত দায়িত্ব তুলে নেন। বেশিরভাগ অংশ তিনি আবার শুট করেন। তবে স্টান্টের দৃশ্যগুলো একইরকম রেখেছিলেন তিনি। সবকিছু ঠিকঠাক থাকলে ২০১৯ সালের ২৫ জানুয়ারি মুক্তি পাবে এই ছবি।

বিডি প্রতিদিন/কালাম


আপনার মন্তব্য