প্রকাশ পেল দিলশাদ নাহার কনা ও মাহতিম সাকিবের প্রথম ডুয়েট গান ‘কিছু মুখ’। জনি হকের কথায় গানটির সুর-সংগীত করেছেন নাভেদ পারভেজ। গানটি ব্যবহার করা হয়েছে ‘কুয়াশা’ ওয়েব সিরিজে।
গানটি প্রসঙ্গে কনা বলেন, মাহতিম শাকিবের গায়কী আমার ভালো লাগে। রেকর্ডিংয়ের আগে জানতাম না এটি ওর প্রথম ডুয়েট। সেই হিসেবে শ্রোতাদের জন্য এই গান অন্যরকম লাগবে বলে আমার বিশ্বাস।
মাহতিম সাকিব বলেন, এটাই আমার প্রথম ডুয়েট গান। যেখানে দেশের জনপ্রিয় শিল্পী কনা আপুকে সঙ্গে পেয়েছি। খুব ভালো লেগেছে গানটি করে। আশা করি দর্শকদের ভালো লাগবে।
অপরাধ বিষয়ক গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘কুয়াশা’ ওয়েব সিরিজটি। ইনোভেট সলিউশনের প্রযোজনায় ওয়েব সিরিজটি নির্মাণ করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। এতে অভিনয় করেছেন এবিএম সুমন, নুসরাত ইমরোজ তিশা, শহীদুজ্জামান সেলিম প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার