মালাইকা অরোরার তো আর দাবাং-৩ ছবিতে আইটেম করা সম্ভব নয়! প্রযোজক আরবাজ খানকে ডিভোর্স দেয়ার পর! তাই কানে এসেছিল আগে- এবার ছবিতে আগের মতোই আইটেমে থাকবেন কারিনা কাপুর খান!
নতুন খবর কিন্তু বলছে অন্য কথা! যে কোনো কারণেই হোক, সালমান খানের ঘনিষ্ঠ বন্ধু হওয়া সত্ত্বেও কারিনা ‘দাবাং ৩’-এ নাচবেন না! তাই শুরু হয়েছিল অন্য নায়িকার খোঁজ! এবং প্রযোজক আরবাজ যেমন, তেমনই পরিচালক প্রভু দেবারও পছন্দ ছিল এ ব্যাপারে সানি লিওনকে।
কিন্তু তাদের মত খারিজ করে সালমান ছবিতে নিতে চেয়েছেন মৌনি রায়কে, এমনটাই এখন খবর! নায়কের বক্তব্য, মৌনির শারীরিক গঠন গানের সঙ্গে পুরোপুরি মানাসই! সালি তার ধারে কাছেও নেই। এখন দেখা যাক, মৌনি কাজটা করতে রাজি হলে আর আইটেমের প্রথম ভিডিও দেখা গেলেই সালনের ধারণা কতটা ঠিক সেটা বোঝা যাবে!
বিডি প্রতিদিন/০৬ এপ্রিল ২০১৯/আরাফাত