Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ১৪ এপ্রিল, ২০১৯ ১১:১৬
আপডেট : ১৪ এপ্রিল, ২০১৯ ১২:৫৩

ফের ভাইরাল সালমান-ঐশ্বরিয়ার প্রেমের ছবি

অনলাইন ডেস্ক

ফের ভাইরাল সালমান-ঐশ্বরিয়ার প্রেমের ছবি

আবারও ভাইরাল হয়েছে বলিউডের দুই জনপ্রিয় তারকা ঐশ্বরিয়া রাই ও সালমান খানের প্রেমের ছবি।

ছবিতে দেখা যাচ্ছে, সোজা ক্যামেরার দিকে চোখ ঐশ্বরিয়ার। মুখে লেগে আছে হাসি। পাশে বসে সালমান খান। প্রেমের গুঞ্জন ছড়াতে পড়ানোর মতোই একটি রোমান্টিক ছবি।

তবে নতুন কোনও গসিপের ইন্ধন নেই এই ছবিতে। কারণ এ ছবি সেই সুসময়ের। যখন ডেট করছিলেন এই দুই তারকা। হঠাৎ করেই পুরনো এই ছবি ফের ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

১৯৯৯-এ মুক্তি পেয়েছিল সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ‘হাম দিল দে চুকে সানাম’। সেই ছবির সেটেই সালমান-ঐশ্বরিয়ার প্রেম গভীর হয়। তিন বছরের মধ্যেই অর্থাৎ ২০০২ সাল নাগাদ ভাঙন ধরে সে সম্পর্কে। 

সেই ভাঙা সম্পর্ক আর জোড়া লাগেনি। একদিকে অভিষেক বচ্চনকে বিয়ে করে সংসারী হয়েছেন ঐশ্বরিয়া রাই।

অন্যদিকে কখনও ক্যাটরিনা কাইফ, কখনও বা লুলিয়া ভানতুরের সঙ্গে সম্পর্কের গুঞ্জনে জড়িয়ে পড়তে থাকেন সল্লু মিঞা। এতদিন পরে পুরনো ছবি দেখেই নস্ট্যালজিয়ায় ভেসে চলেছেন অনুরাগীরা।

বিডি প্রতিদিন/কালাম


আপনার মন্তব্য