বলিউডের শাহেনশাহ হিসেবে সমাদৃত অমিতাভ বচ্চন সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও দেখে নিজের চোখের পানি ধরে রাখতে পারেননি। সাধারণত অমিতাভ বচ্চন সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট অ্যাক্টিভ। মাঝে মধ্যেই বিভিন্ন ছবি বা ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে দেখা যায় তাকে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। যেখানে দেখা যাচ্ছে এক বাবা, তার মূক ও বধির মেয়ের বিয়েতে গান গাইছেন। যেটি দেখে অমিতাভ বচ্চনের চোখে পানি এসে গিয়েছিল। বিয়ের পর মেয়েকে যখন বিদায় জানাতে হয়, তখন বাবা-মেয়ের বিচ্ছেদের বেদনা বোঝা অন্যদের পক্ষে হয়ত সম্ভব নয়, তবে তা কিছুটা হয়ত অনুভব করতে পারেন অন্য কোন বাবা বা মেয়ে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমনই একটি ভিডিও চোখে পানি এনে দিল অমিতাভ বচ্চনের। ভিডিও:
বিডি প্রতিদিন/এ মজুমদার