সংগীতশিল্পী লেখক ও নাট্য ব্যক্তিত্ব শান্তনু বিশ্বাস আর নেই। শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
ইস্পাহানি টি লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) ও বাংলাদেশের স্বনামধন্য টি টেস্টার শান্তনু বিশ্বাস টি ট্রেডার্স এ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নির্বাহী কমিটির সভাপতি ছিলেন।
শান্তনু বিশ্বাসের চারটি একক ও দুটি যৌথ এ্যালবাম রয়েছে। মঞ্চ অভিনেতা হিসেবেও তিনি ছিলেন স্বনামধন্য। তার লেখা নাটকের মধ্যে রয়েছে ইনফরমার, কালো গোলাপের দেশ, নবজন্ম, দপ্তরী রাজ দপ্তরে, ভবঘুরে ও নির্ভার। গানের কবিতা ‘খোলাপিঠ’ তাঁর প্রণীত অন্যতম জনপ্রিয় গ্রন্থ। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শান্তনু বিশ্বাসের অকাল প্রয়াণে গভীরভাবে শোকাহত ও মর্মাহত ইস্পাহানি পরিবার তার আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
বিডি-প্রতিদিন/মাহবুব