Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ২১ জুলাই, ২০১৯ ১১:৩০
আপডেট : ২১ জুলাই, ২০১৯ ১১:৪২

জল্পনার অবসান, টাইগারের সান্নিধ্যেই দিশা

অনলাইন ডেস্ক

জল্পনার অবসান, টাইগারের সান্নিধ্যেই দিশা
সংগৃহীত ছবি

কিছুদিন আগে বলিউডে রটে গিয়েছিল প্রেম ভাঙার খবর। শিরোনামে চলে এসেছিলেন টাইগার শ্রফ ও দিশা পাটানি। কিন্তু সেই সব জল্পনায় পানি ঢেলে গত বৃহস্পতিবার মুম্বাইয়ের একটি জনপ্রিয় রেস্তোরাঁয় ডিনারে গিয়েছিলেন টাইগার ও দিশা। এবং সেই সঙ্গে ফের তারা শিরোনামে। 

একই গাড়ি থেকে দুই তারকা নেমে আসার পর পাপারাৎজিরা আর থেমে থাকেননি। একের পর এক ছবি তুলতে শুরু করেন তারা। 'বাঘি ২'র দুই অভিনেতা সেই দেখে নিজেদের হাসিও চেপে রাখতে পারেননি। 

বেশ কয়েকবছর ধরেই খবর একে অপরের সঙ্গে সম্পর্কে রয়েছেন টাইগার-দিশা। যদিও সরাসরি কেউই এখনও প্রেমের খবর স্বীকার করেননি। দিশা এদিন পরেছিলেন পাউডার নীল রঙা ড্রেস ও টাইগার ছিলেন একেবারেই ক্যাজুয়ালে। নীল জিন্স ও সাদা টি-শার্টে স্টাইলিস্ট দেখাচ্ছিল টাইগারকে। 

গত মাস থেকেই বলিউডে কান পাতলে শোনা যাচ্ছিল টাইগার-দিশার সম্পর্কের বিচ্ছেদের কথা। যদিও বৃহস্পতিবার তাদের ডিনার ডেট অন্য সমীকরণের কথাই জানান দিল।
 

বিডি-প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ


আপনার মন্তব্য