কণ্ঠশিল্পী আসিফ আকবরের গানের ভিডিওতে মডেল হয়েছেন বিপাশা কবির। এস এস মাল্টিমিডিয়ার ব্যানারে মুক্তি পাওয়া গানের শিরোনাম ‘মুশকিল বেবি’। সৌমিত্র ঘোষ ইমনের পরিচালনায় গানটিতে বিপাশা কবির ছাড়াও অভিনয় করেছেন সুপ্ত খান। এতে দেখা গেছে কণ্ঠশিল্পী আসিফকেও।
'মুশকিল বেবি' গানের কথা বিলিয়েন বিপু, সর ও সঙ্গীতায়ন করেছেন অধ্যায়ন ধারা। গানটি প্রসঙ্গে বিপাশা বলেন, আসিফ ভাইয়ের সঙ্গে এটি আমার দ্বিতীয় কাজ। আনেক চমৎকার একটা কাজ করলাম। মুক্তির পর থেকে গানটি বেশ সাড়া পাচ্ছে। অল্প সময়ের মাঝে নির্মাণ হলেও ম্যাকিংটা অসাধারণ হয়েছে। আর গানটির কথাও বেশ দারুন।
চলতি বছর আসিফ আকবরের ‘তুই আমার সূর্যমুখী তুই আমার চন্দ্রমুখী’ শিরোনামের একটি মিউজিক ভিডিওতে মডেল হিসেবে অভিনয় করেন বিপাশা।
বিডি প্রতিদিন/ফারজানা