২২ জানুয়ারি, ২০২০ ১০:৩৮

প্রয়াণের এক বছর...

শোবিজ প্রতিবেদক

প্রয়াণের এক বছর...

আজ বরেণ্য গায়ক, গীতিকার, সুরকার এবং সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুলের প্রয়াণ দিবস। অসংখ্য জনপ্রিয় গানের এ কারিগর গত বছরের এই দিনে মাত্র ৬৩ বছর বয়সে ঢাকার আফতাবনগরে তার নিজ বাসায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে হৃদযন্ত্রের জটিলতায় ভুগছিলেন। হৃৎপিণ্ডে ব্লক ধরা পড়ায় সে সময় বাংলাদেশ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে তার অস্ত্রোপচারও করা হয়। এই প্রয়াত কিংবদন্তি শিল্পী সত্তরের দশকের শেষলগ্ন থেকে মৃত্যুর পূর্ব পর্যন্ত বাংলাদেশ চলচ্চিত্রশিল্পসহ সংগীতশিল্পে সক্রিয় ছিলেন। ১৯৭১ সালে মাত্র ১৫ বছর বয়সে তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তিনি ১৯৭৬ সাল থেকে নিয়মিত গান করেন। নয়নের আলো চলচ্চিত্রে তার লেখা ‘আমার সারা দেহ খেয়োগো মাটি’, ‘আমার বাবার মুখে’, ‘আমার বুকের মধ্যেখানে’, ‘আমি তোমার দুটি চোখের দুটি তারা হয়ে’ গানগুলো জনপ্রিয়তা পায়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর