তরুণ পরিচালক ভিকি জাহেদ সবসময় তার নির্মাণের মধ্য দিয়ে ভিন্ন রকম গল্প বলতে পছন্দ করেন। কখনো দেশপ্রেম, কখনো বা ভালোবাসার অপ্রকাশিত দিক তিনি তুলে ধরেন। এবার তিনি একটি মেয়ে ও একটি ছেলের মধ্যকার প্রেম ও বিশ্বাস-অবিশ্বাসের অনবদ্য গল্প ফ্রেমবন্দী করেছেন।
সিএমভি’র ব্যানারে ভালোবাসা দিবসকে কেন্দ্র করে নির্মিত এই নাটকের নাম ‘রেহনুমা’। এর প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী ও তৌসিফ মাহবুব। বিশেষ এই নাটকটি ১৫ ফেব্রুয়ারি বেলা ১২টায় উন্মুক্ত করা হবে প্রতিষ্ঠানটির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।
নির্মাতা গণমাধ্যমকে জানান, ‘মানুষ কিছু কাজ করে শিল্প বিবেচনা করে, কিছু করে বাণিজ্যের ভাবনা থেকে। আর কিছু কাজ করে একান্তই নিজের জন্য। রেহনুমা আমার তেমনই একটি কাজ, যেটিকে আমি হৃদয়ে ধারণ করছি বহুদিন।’
বিডি-প্রতিদিন/শফিক