ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেবের বায়োপিক '৮৩' নামভূমিকায় অভিনয় করছেন রণবীর সিং। ছবিতে কপিল দেবের স্ত্রী রোমির ভূমিকায় আছেন রণবীরের স্ত্রী দীপিকা পাড়ুকোন। '৮৩' ছবিতে দীপিকার প্রথম ঝলক আজ বুধবার প্রকাশ করা হয়েছে।
ছবিতে দীপিকার চরিত্রটি খুবই ছোট। তারপরও এ ছবির অংশ হতে পেরে দীপিকা সম্মানিত বোধ করছেন বলে জানিয়েছেন। তার মতে, এ ছবিতে ভারতের ক্রীড়া ইতিহাসের সবচেয়ে আইকনিক মুহূর্ত তুলে ধরা হবে যার অংশ হওয়ার তার জন্য সম্মানের।
১৯৮৩ সালে ভারতের হয়ে অধিনায়ক হিসেবে বিশ্বকাপ জিতেছিলেন কপিল দেব। প্রথম ঝলকে বব কাট চুলে নজর কেড়েছেন দীপিকা। টিম ইন্ডিয়ার ব্লেজারে রণবীরও যেন হয়ে উঠেছেন কপিল দেব। কবির খানের পরিচালনায় ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ১০ এপ্রিল।
বিডি প্রতিদিন/ফারজানা