কোভিড-১৯ সংক্রমণ পরিস্থিতির আরও অবনতি না হলে আগামী ১৬ অক্টোবর থেকে স্বাস্থ্যবিধি মেনে খুলবে সিনেমা হল। আজ সোমবার সচিবালয়ে চলচ্চিত্র প্রদর্শক সমিতির সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানান তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
মন্ত্রী বলেন, ‘সিনেমা হল খোলার বিষয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। আগস্টের শুরুর দিকে একবার বসেছিলাম। সেই বৈঠকে সিদ্ধান্ত ছিল ১৫ সেপ্টেম্বরের পর বৈঠক করে সিদ্ধান্ত নেব। সেই মর্মে আজ বিস্তারিত আলোচনা হয়। আলোচনা করে আমরা যে ঐকমত্যে পৌঁছেছি, তা হলো- যদি করোনা পরিস্থিতি এখন যে পর্যায়ে আছে, ট্রেন্ডটা যদি কমতির দিকেই থাকে, তাহলে ১৬ অক্টোবর থেকে সিনেমা হল খুলতে পারি। এ বিষয়ে আমরা অবশ্যই প্রধানমন্ত্রীর সম্মতি নেব।’
তিনি বলেন, ‘সিনেমা হল খুললে সেক্ষেত্রে স্বাস্থ্যবিধি মানতে হবে। ধারণক্ষমতার অর্ধেক দর্শক নিয়ে সিনেমা হল চালু হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। কীভাবে আসনবিন্যাস হবে সেটা নিয়েও আমরা আলোচনা করেছি। সেভাবেই আসনবিন্যাস করতে হবে।’
দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে ১৮ মার্চ থেকে দেশের সব সিনেমা হল বন্ধ রাখা হয়েছিল।
সভায় উপস্থিত ছিলেন তথ্য সচিব কামরুন নাহার, চলচ্চিত্র প্রদর্শক সমিতির প্রধান উপদেষ্টা সুদীপ্ত কুমার দাস, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিঞা আলাউদ্দিন, জেনারেল সেক্রেটারি সম্রাট প্রমুখ।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ