কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার আরও অবনতি অবনতি হয়েছে। মস্তিষ্কের স্নায়বিক সমস্যা বেড়েছে তার। মস্তিষ্কে রক্ত জমাট বেঁধেছে কিনা সেটি নিশ্চিত হওয়ার জন্য সিটি স্ক্যান করা হয়েছে। পাশাপাশি ইউএসজি করেছেন চিকিৎসকরা। হার্টের সমস্যাও দেখা দিয়েছে। একই সঙ্গে হৃদস্পন্দন বেড়ে গেছে।
এর আগে গত বুধবার (১১ নভেম্বর) সৌমিত্রের শ্বাসনালিতে অস্ত্রোপচার হয়। চিকিৎসার পরিভাষায় বলা হয় ট্র্যাকিওস্টোমি। তার ২৪ ঘণ্টার মধ্যেই পরদিন বৃহস্পতিবার প্রথমবার তাকে প্লাজমা থেরাপি দেওয়া হয়। এতে তার বাহ্যিক রক্তক্ষরণ হয়। শুক্রবার (১৩ নভেম্বর) তার শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। জটিলতা বেড়েছে এবং তিনি অতিসংকটজনক পরিস্থিতে আছেন।
এছাড়াও সৌমিত্র চট্টোপাধ্যায়ের কিডনির জটিলতা আরও বেড়েছে বলে চিকিৎসক জানিয়েছেন। সৌমিত্রের চিকিৎসার দায়িত্বে থাকা মেডিক্যাল বোর্ডের প্রধান জানান, তার কিডনি ভালোমতো কাজ করছে না, তাই ডায়ালায়েসিস করা হচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় পরিস্থিতি খুব খারাপের দিকে যেতে পারে। প্রথমবার আমরা প্রতিকূল ফলাফলের আশঙ্কা করছি। আমরা সেরাটা দেওয়ার চেষ্টা করছি কিন্তু আমাদের সেরাটা হয়ত তার শরীরের পক্ষে যথেষ্ট হচ্ছে না।
উল্লেখ্য, গত ৬ অক্টোবর করোনা আক্রান্ত হয়ে বেলভিউ হাসপাতালে ভর্তি হন সৌমিত্র চট্টোপাধ্যায়। তারপর ১৪ অক্টোবর অভিনেতার কোভিড রিপোর্ট নেগেটিভ আসে। কিন্তু কোভিড এনসেফেলোপ্যাথির কারণে তার স্নায়ুতে প্রভাব পড়ে। তারপর থেকেই প্রায় অচেতন অবস্থাতেই রয়েছেন তিনি। মাঝের কয়েকদিন চোখ মেলে সাড়া দিয়েছিলেন। মিউজিক থেরাপিও হয়েছিল তার। কিন্তু হঠাৎ ফের শারীরিক অবস্থার অবনতি এই বর্ষীয়ান অভিনেতার।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ