মিস্টার অ্যান্ড মিসেস বসু দু'জনেই ব্যস্ত। বেড়ে ওঠার বয়সে সন্তানকে দেওয়ার মতো সময় তাদের কাছে নেই। অগত্যা বাড়িতে থাকা ছোট্ট তিপুর ভরসা মোবাইল। বাবা-মা কাউকেই কাছে না পেয়ে একাকিত্ব ক্রমাগত শিশু মনকে গ্রাস করে। ছোট্ট সন্তানকে খুশি রাখতে নতুন মোবাইল, নতুন ভিডিও গেম সবই এনে দেয় তারা। কিন্তু ধীরে ধীরে নিজেদের অজান্তেই যে বাড়িতে বিষ ঢোকাচ্ছেন, তা তাদের জানা ছিল না।
এমনই পরিচিত গল্প নিয়ে সিনেমা বানালেন রাজ চক্রবর্তী। ‘হাবজি গাবজি’ নামের সেই ছবির চমকে দেওয়া ট্রেলার প্রকাশ হলো শনিবার। অত্যধিক মোবাইল ফোনের ব্যবহার শিশুমনে কতটা ভয়ংকর প্রভাব ফেলতে পারে, সে প্রশ্নই তুলে দিল রাজ চক্রবর্তীর ‘হাবজি গাবজি’। দীপাবলি ও চিলড্রেনস ডে জোড়া সেলিব্রেশনের ট্রেলারটি প্রকাশ হয়েছে। যেখানে মিস্টার অ্যান্ড মিসেস বসুর ভূমিকায় আছেন শুভশ্রী গাঙ্গুলী ও পরমব্রত চট্টোপাধ্যায়।
বিডি-প্রতিদিন/শফিক