৪০ দিন ধরে লড়াই করছেন তিনি। অগণিত ভক্ত বলছেন ফাইট..অপু..ফাইট। সবরকমের চেষ্টা চলছে। তবে এবার আশা ছেড়ে দিচ্ছেন খোদ চিকিৎসকেরাই। শনিবার একথা জানিয়ে দিয়েছেন চিকিৎসকেরা। ইতিমধ্যেই সৌমিত্র চট্টোপাধ্যায়ের পরিবাররে সদস্যদেরও তার শারীরিক অবনতির কথা জানানো হয়েছে।
হাসপাতাল থেকে সৌমিত্রর পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে জানিয়ে চিকিৎসক অরিন্দম কর বলেছেন, অবস্থার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক। গত ২৪ ঘণ্টায় শরীরের অবস্থার কোনও পরিবর্তন হয়নি। উল্টো আরও অবনতি হয়েছে। এখন শুধুমাত্র একটা মিরাকেলের জন্য অপেক্ষা করছেন প্রত্যেকে। পরিবারের লোকেদের জানিয়ে দেওয়া হয়েছে অভিনেতার অবস্থার কথা।
গত ৪০ দিন ধরে লড়াই করছেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। তার শরীরের অবস্থার অবনতি হচ্ছে গত তিনদিন ধরে। চিকিৎসকরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু অবস্থার কোনও উন্নতি এখনও হয়নি তার। কলকাতার বেলভিউ ক্লিনিকের চিকিৎসকরা এখন অলৌকিক ভরসায়, মন শক্ত করতে বলছেন পরিবারকে। সূত্র : এই সময়।
বিডি-প্রতিদিন/শফিক