দীপাবলির সন্ধেবেলাই বেলভিউ ক্লিনিকের চিকিৎসকরা জানিয়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা হাতের বাইরে বেরিয়ে গেছে। খবর দেওয়া হয়েছিল পরিবারকে। সাড়ে সাতটা নাগাদ বাবাকে দেখার পর হাসপাতালেই কান্নায় ভেঙে পড়লেন মেয়ে পৌলমী চট্টোপাধ্যায়। বললেন, “বাবা ভাল নেই। বাবা একদম ভাল নেই….!”
শুক্রবার দুপুর থেকেই সৌমিত্রবাবুর শারীরিক অবস্থা নতুন করে খারাপ হতে শুরু করে। শনিবার সকাল থেকে সমস্যা ও সংকট আরও বাড়তে থাকে। হাসপাতাল সূত্রে সন্ধ্যাবেলা বলা হয় তার শারীরিক অবস্থা চিকিৎসকদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।
চিকিৎসকরা বলছেন, সাড়া দিচ্ছেন না সৌমিত্র। পরিস্থিতিতে আর কিছু করার নেই তাদের। এখন একমাত্র কিছু মিরাকল হলে তবেই..। জানা গেছে, বর্ষীয়ান অভিনেতার মস্তিষ্ক প্রায় অচল। তবে ব্রেন ডেথ কিনা সে বিষয়ে এখনই কিছু জানায়নি হাসপাতাল কর্তৃপক্ষ। ।
বেলভিউ ক্লিনিকের চিকিৎসক অরিন্দম করে জানিয়েছেন, “বিভিন্নভাবে সাপোর্ট দিয়ে তার অবস্থা সামাল দেওয়ার চেষ্টা হচ্ছে। পরিস্থিতি অত্যন্ত জটিল।” শরীরে অক্সিজেনের মাত্রা প্রয়োজনের তুলনায় অনেকটাই কম। সম্পূর্ণ অক্সিজেন সাপোর্ট দিতে হচ্ছে তাকে। ১০০% ফেডারেশন সাপোর্টে রেখে দেওয়া হয়েছে। প্লাসমাফেরেসিস বা ডায়ালিসিস তেমনভাবে কোন কাজ করছে না।
বিডি-প্রতিদিন/শফিক