বলিউড অভিনেতা অক্ষয় কুমার দিওয়ালি উপলক্ষে নতুন সিনেমার ঘোষণা দিলেন। তার পরবর্তী সিনেমার নাম ‘রাম সেতু’। এটি পরিচালনা করবেন অভিষেক শর্মা। উৎসবের এমন দিনে অক্ষয় কুমার নতুন সিনেমার ঘোষণাটি দিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।
টুইটারে সিনেমার পোস্টার শেয়ার করে অক্ষয় কুমার ক্যাপশনে লেখেন, এই দিওয়ালিতে আসুন আমরা সমস্ত ভারতীয়দের চেতনায় রামের আদর্শকে জীবিত রাখার চেষ্টা করি। আসন্ন প্রজন্মকে সংযুক্ত করবে এমন একটি ব্রিজ (সেতু) তৈরি করে। এই বিশাল কাজটি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের বিনীত প্রচেষ্টা ‘রাম সেতু’! সবাইকে দিওয়ালির শুভেচ্ছা।
তবে ‘রাম সেতু’র পোস্টার প্রকাশ করে কটাক্ষের শিকার হচ্ছেন অক্ষয়, ক্ষুব্ধ হয়েছেন নেটিজেনরা। কেউ কটাক্ষ করে লিখেছে ঐতিহাসিক প্রেক্ষাপটে রচিত আরও একটি ভাল চিত্রনাট্য নষ্ট হতে চলেছে, কেউ আবার প্রশ্ন তুলেছেন, বলিউডের কথা শুনে সংস্কৃতি আর ঐতিহ্যের মানে বুঝতে হবে নাকি? এর আগে, মুক্তির আগে একাধিক বিতর্কে জড়িয়েছিল অক্ষয়ের হরর কমেডি। আইনি নোটিসের জেরে ছবির নামও পালটাতে হয়েছিল। ‘লক্ষ্মী বম্ব’ থেকে করতে হয়েছিল ‘লক্ষ্মী’।
‘রাম সেতু’র পরিচালক অভিষেক শর্মা এর আগে নির্মাণ করছেন ‘দ্য জোহা ফ্যাক্টর’, ‘পরমাণু’, ‘তেরে বিন লাদেন’সহ বেশকিছু সিনেমা পরিচালনা করে প্রশংসিত হয়েছেন। তবে এই সিনেমায় ‘খিলাড়ি’খ্যাত তারকার বিপরীতে কে অভিনয় করবেন তা এখনো জানানো হয়নি।
অক্ষয় অভিনীত সর্বশেষ সিনেমা ‘লক্ষ্মী’। ওটিটি প্ল্যাটফর্মে মুক্তিপ্রাপ্ত সিনেমাটি দর্শকদের মন জয় করতে ব্যর্থ হয়েছে। এই অভিনেতার আসন্ন সিনেমার তালিকায় রয়েছে ‘সূর্যবংশী’, ‘বেল বোটম’ এবং ‘আত্রাঙ্গি রে’।
বিডি-প্রতিদিন/শফিক