একটি ম্যাগাজিনের ফটোশ্যুটে 'বোল্ড' রুপে ধরা দিলেন প্রিয়াঙ্কা। কালো রঙের টু-পিসে প্রিয়াঙ্কা যখন ফটোশ্যুট করেন, তার সেই ছবি সামনে আসতেই ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে। প্রিয়াঙ্কার বোল্ড ফটোশ্যুট দেখে তার অনুরাগীরা প্রশংসায় ভরিয়ে দেন।
সম্প্রতি প্রিয়াঙ্কা চোপড়া একটি সংবাদমাধ্যমের সাক্ষাতকারে হাজির হন। যেখানে প্রিয়াঙ্কা জানান, নিক জোনাসের সঙ্গে তিনি যখন গাঁটছড়া বাঁধেন, সেই সময় তাদের মধ্যে একটি অলিখিত চুক্তি হয়। ওই চুক্তি অনুযায়ী স্থির হয়, কাজের জন্য নিক, প্রিয়াঙ্কা দু'জনই ব্যস্ত থাকবেন। হাজার ব্যস্ততার মাঝেও তারা একে অপরের সঙ্গে দেখা করবেন প্রতি মাসে। পৃথিবীর যে প্রান্তেই তারা থাকুন না কেন, মাসে একবার একে অপরের কাছে আসবেন এবং সময় কাটাবেন বলে স্থির করেন।
সেই অনুযায়ী, হাজার ব্যস্ততা সত্ত্বেও, প্রত্যেক মাসে নিক জোনাস এবং প্রিয়াঙ্কা চোপড়া নিজেদের মতো করে সময় কাটান। প্রিয়াঙ্কার ওই বক্তব্য প্রকাশ্য়ে আসার পরই তা ভাইরাল হয়ে যায়।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ