রিয়া চক্রবর্তী অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বলিপাড়ায় সবচেয়ে উচ্চারিত নাম। ভারতীয় মিডিয়ার কেন্দ্রবিন্দুতে আসেন তিনি। তাকে নিয়ে হয়েছে নানা আলোচনা-সমালোচনা রয়েছে।
সুশান্তের মৃত্যুর পর মাদক মামলায় গ্রেফতার করা হয় রিয়াকে। তার ভাই সৌভিক চক্রবর্তীকেও গ্রেফতার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। রিয়া এবং সৌভিকের গ্রেফতারির পর প্রায় ২৮ দিন জেলে থাকার পর জামিন পান। জামিন পেয়ে জেল থেকে বেরনোর পর সম্প্রতি মুম্বইয়ের রাস্তায় দেখা যায় অভিনেত্রীকে।
সুশান্তের ৩৫-এর জন্মদিন উপলক্ষ্যেই রিয়া রাস্তায় বেরিয়ে ফুল কিনছিলেন বলে অনেকে দাবি করেন। যদিও কেন তিনি ফুল কিনছেন, সে বিষয়ে কোনও মন্তব্য করেননি বাঙালি-কন্যা। এছাড়া পাপারৎজির সামনে পড়েও মুখ খুলেননি। তবে সম্প্রতি মিডিয়ায় কথা বলেছেন রিয়া
তিনি ক্রমাগত ঠিক হওয়ার চেষ্টা করছেন বলে জানিয়েছেন। সুশান্ত সিং রাজপুতের বান্ধবীর ওই ভিডিও প্রকাশ্যে আসার পর তা ভাইরাল হয়ে যায়। ওই ঘটনার পরপরই পরিচালক রুমি জাফরি মুখ খোলেন রিয়া চক্রবর্তীকে নিয়ে। রুমি জাফরি জানান, রিয়া ক্রমশ জীবনের স্বাভাবিক ছন্দে ফিরে আসার চেষ্টা করছেন। আর কয়েকদিনের মধ্যেই মুক্তি পাবে রিয়া চক্রবর্তীর নতুন ছবি 'চেহরে'।
ওই ছবিতে অমিতাভ বচ্চন এবং ইমরান হাসমির সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন রিয়া। চেহরের মাধ্যমেই অভিনেত্রী বলিউডে ফের নিজের জায়গা ফিরে পাবেন বলেও আশা প্রকাশ করেন রুমি জাফরি। যদিও রিয়াকে নিয়ে রুমি জাফরির ওই মন্তব্যের পর পালটা কটাক্ষ করেন অনেকে।
সূত্র : জি নিউজ।
বিডি-প্রতিদিন/শফিক