প্রযোজনা প্রতিষ্ঠান ডিপি মিউজিক স্টেশনের ব্যানারে প্রকাশ হয়েছে প্রবাসী কন্ঠশিল্পী তারান্নুম আফরীনের নতুন গানচিত্র 'নিয়তি'। গানটিতে জুটিবদ্ধ হয়েছেন ছোটো পর্দার জনপ্রিয় মুখ ইমতু রাতিশ ও অলঙ্কার চৌধুরী। প্রসেনজিৎ মন্ডলের কথা ও সুরে গানটির সংগীতায়োজন করেছেন রোহান রাজ। আর গল্পনির্ভর মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন।
তারান্নুম আফরীন ফাইবার গবেষক বিজ্ঞানী হিসেবে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ায় পরিচিত মুখ তারান্নুম আফরীন। তবে ঢাকাই মিডিয়ায় সব পরিচয় ছাপিয়ে তিনি পুরোদস্তুর একজন সংগীতশিল্পী। নিজের গান ও ব্যস্ততা প্রসঙ্গে তারান্নুম আফরীন বলেন, ‘কাজ আর পরিবারের বাইরে যতটুকু সময় পাই চেষ্টা করি নতুন গান করার। আসলে দেশের প্রতি, বাংলা গানের প্রতি আমার অকৃত্রিম টান। আমার আশপাশের মানুষ ও শ্রোতাদের সাড়াও আমাকে ঋণী করেছে।’
তারান্নুম আফরীন আরও জানান, নিয়তি ছাড়াও তাঁর বেশ কিছু নতুন অডিও এবং মিউজিক ভিডিও রয়েছে পাইপলাইনে। খুব শিগগির সেগুলো আলোর মুখ দেখবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত