জনপ্রিয় নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ। লাইট-ক্যামেরা-অ্যাকশনের পাশাপাশি ক্রীড়াপ্রেমী এই নির্মাতা চোখ রাখেন যেমন ক্রিকেটে, তেমনই ফুটবলে। তিনি এবার খুব জোরালোভাবেই সাকিব আল হাসানকে নিয়ে নিজের অভিমত প্রকাশ করেছেন।
গতকাল শনিবার রাতে সাকিব আল হাসান একটি অনলাইন শপের ফেসবুক লাইভে এসেছিলেন। সেখানে সাকিবের কথার টুকরো অংশ নিয়ে আলোচনা সমালোচনা চলছে। তবে সাকিবের কথার সঙ্গে নির্মাতা বান্নাহ নিজের একাত্মতা প্রকাশ করেন।
এই নির্মাতা বলেন, সাকিবের এই সোজাসাপ্টা কথা বলার অ্যাপ্রোচটা বেশ লেগেছে। তবে উনি নিশ্চয়ই এটাও জানেন, উনার শত্রু আরো বাড়বে। তার বিরুদ্ধে আরো কঠিন, শক্ত ও বড় বড় শত্রু লেগে যাবে। যে শত্রুরা দেশের ক্রিকেটের ভালো চায় না, শুধুই ভালোবাসে ব্যক্তি সুবিধাকে।
বিডি-প্রতিদিন/শফিক