‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকে অন্তরা চরিত্রে নজর কেড়েছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী ফারিয়া শাহরিন। এ চরিত্রে অভিনয় করে ভক্তদের ভালোবাসা পেয়ে উচ্ছ্বসিত ফারিয়া। খুব শিগগিরই নতুন কাজের খবর দেবেন বলে জানিয়েছেন। আজ বুধবার ফেসবুকে নিজের তিনটি ছবি শেয়ার করেছেন ফারিয়া। মালদ্বীপে বেড়ানোর সময় ছবিগুলো তোলেন তিনি। তবে ছবিগুলো কবে তোলা হয়েছে তা জানা যায়নি।
গত ১৯ ফেব্রুয়ারি প্রেমিকের সঙ্গে বাগদান সেরেছেন ফারিয়া শাহরিন। রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আংটি বদল করেছেন তিনি। পাত্র মুনিম মাহফুজ রিয়ান একটি কুরিয়ার সার্ভিসের কর্মকর্তা।
২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছিলেন ফারিয়া শাহরিন। মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠানের ‘কথা দিলাম’ প্যাকেজের বিজ্ঞাপনচিত্র তার পরিচিতি বাড়িয়ে দেয় অনেক গুণ।
বিডি প্রতিদিন/ফারজানা