আবারও সিনেমাপ্রেমীরা মুগ্ধ হলেন কঙ্গনা রানাওয়াতে। এই তারকা অভিনীত তামিল কিংবদন্তি অভিনেত্রী-জননেত্রী জয়ললিতার বায়োপিক ‘থালাইভি’র প্রথম গান ‘চালি চালি’ প্রশংসিত হচ্ছে ভক্ত মহলে।
প্রায় দুই মিনিট দৈর্ঘ্যের এই গানে রূপ-লাবণ্যে অন্য এক কঙ্গনাকে দেখলো দর্শক। ‘চালি চালি’ শিরোনামের এই গানের তালে পানিতে ভিজে আবেদনময়ী নৃত্য করতে দেখা গেছে এই লাস্যময়ী অভিনেত্রীকে।
এর আগে, ‘থালাইভি’র ট্রেলার প্রকাশের পরও প্রশংসিত হন কঙ্গনা। সেখানে জয়ললিতার অভিনয় জীবন থেকে নানান সংগ্রাম ও উত্থান-পতনের মধ্য দিয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হয়ে ওঠার কাহিনি ফুটে উঠেছে।
উল্লেখ্য, গানটিতে কণ্ঠ দিয়েছেন সাইনধবি প্রকাশ এবং গীতিকার ইরশাদ কামিল। গানটিতে জয়ললিতার বিভিন্ন সিনেমার লুক ফুটিয়ে তুলেছেন কঙ্গনা। আর তা মুদ্ধতা ছড়াচ্ছে দর্শকের হৃদয়ে।
বিডি-প্রতিদিন/শফিক