এ বছর অস্কারে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন অ্যান্থনি হপকিন্স (৮৩)। 'দ্য ফাদার' ছবিতে অভিনয়ের জন্য এ পুরস্কার ঘরে তুলেছেন তিনি। তবে এতে অনেকেই হতাশ হয়েছেন। তারা ভেবেছেন, 'মা রেইনি'স ব্ল্যাক বোটম' ছবিতে অভিনয়ের জন্য এ পুরস্কার পাবেন প্রয়াত চ্যাডউইক বোজম্যান। গত আগস্টে ক্যান্সারের কারণে মাত্র ৪৩ বছর বয়সে মারা যান তিনি।
এমন বিতর্কে অ্যান্থনি হপকিন্স পাশে পেয়েছেন চ্যাডউইকের পরিবারকে। চ্যাডউইকের ভাই ডেরেক বলেছেন, ভাই বেঁচে থাকলে এমন সম্মান অর্জনের জন্য সবার আগে সে অ্যান্থনিকে অভিনন্দন জানাতো। আমার ভাই অবশ্যই অস্কার জিততে চেয়েছিল। কিন্তু সেই ইচ্ছা তার অবসেশন ছিল না।
ডেরেকের মতে, এবার অস্কারের আসরে যারা মনোনয়ন পেয়েছিলেন সবাই অস্কার জেতার যোগ্য ছিলেন।
অ্যান্থনি হপকিন্স অস্কার জিতলেও তিনি অনুষ্ঠানে হাজির ছিলেন না। অনুষ্ঠানে তার বক্তব্যও প্রচারিত হয়নি। অ্যান্থনি পরে একটি ভিডিও প্রকাশ করেছিলেন। তাতে পুরস্কার প্রদানের জন্য তিনি অ্যাকাডেমি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি চ্যাডউইককেও শ্রদ্ধার সাথে স্মরণ করেছেন।
সূত্র : গার্ডিয়ান
বিডি প্রতিদিন/ফারজানা