করোনায় প্রয়াত হয়েছেন ভারতের জনপ্রিয় ইউটিউবার ভুবন বাম-এর বাবা এবং মা। আজ শনিবার ইনস্টাগ্রামে এ খবর জানিয়েছেন ভুবন নিজেই। বাবা ও মায়ের সঙ্গে নিজের বেশ কিছু ছবি ও দীর্ঘ একটা লেখা পোস্ট করেছেন তিনি।
ভুবন লিখেছেন, বাবা-মাকে ছাড়া জীবন আর আগের মতো রইল না। গত এক মাসে আমার গোটা জীবনটাই ওলটপালট হয়ে গেল। পরিবার, স্বপ্ন সবকিছু। বাবা ও মাকে ছাড়া ফের একবার নতুন করে জীবন শুরু করতে হবে, যা আমি সত্যিই আর চাই না।
এরপরেই ওই লেখাতেই তার স্বগোক্তি, আচ্ছা, আমি কি উপযুক্ত একজন সন্তানের কর্তব্য পালন করতে পেরেছি? তাদের বাঁচানোর জন্য নিজের সবটুকু দিয়ে চেষ্টা করেছিলাম? এই প্রশ্নগুলোর সঙ্গেই বাকি জীবন কাটাতে হবে নিজেকে। তাদের ফের একবার দেখার জন্য আর তর সইছে না। আশা করি সেই দিনটাও জলদি আসবে।
উল্লেখ্য, করোনাভাইরাসের হানায় লণ্ডভণ্ড পুরো বিশ্ব। প্রতিদিন বেড়েই চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এই মহামারীতে এখনো বিপর্যস্ত অবস্থা ভারতে। করোনার বিভিন্ন ধরন শনাক্ত হয়েছে দেশটিতে। সেখানে করোনার মৃত্যুর মিছিল বাড়ছেই।
সূত্র : হিন্দুস্তান টাইমস।
বিডি-প্রতিদিন/শফিক